Sunday, May 12, 2013

জাগো...!!!



জাগো অগনন ক্ষুধিত ‘তপন-তনয়’ সময় নাহি,
দূরে কাঁদিতেছে হাতে নিতে হবে দুনিয়ার বাদশাহি।

ছুটিতেছে দেখ হিংস্র ব্যাঘ্র, লোভে আতুর শ্বাপদ,
লোপাট করিতে রাজাসন তব- চল্ রে ত্বরিত-পদ।

নরশার্দূল ধেয়ে আসিতেছে, চেয়ে দেখ ঐ পানে,
ডাকিতেছে শিবাশিব- বুঝেনাকো হুক্কাহুয়ার মানে।

ধুলায় মলিন করিছে অসুর সোনার সিংহাসন,
ভাগাড়ে দেদার ঢালিছে তোমার ‘কলমের কালি’ ঘন।

রাজপুত ওহে, ওহে বরপুত, ঠাঁই থেকোনাকো বসি,
সময় আজিকে- ত্রাণ কর, ত্রাণ কর মসনদ-মসি।।

No comments:

Post a Comment