আমরা লড়েছি ইয়ামামা বদরে,
সয়েছি ঘাত-প্রতিঘাত;
বজ্রকন্ঠে করেছি আমরা
অন্যায়ের প্রতিবাদ।
আমরা রক্ত দিয়েছি উহুদে,
সয়েছি বিষ তীরাঘাত;
হুঙ্কার তুলে রুখেছি আমরা
মিথ্যার কালো হাত।
ভেঙেছি তোরণ মিথ্যার সব,
টুটিয়েছি কালো রাত;
শান্তি-সুখের আবাদ গড়েছি,
এনেছি অরুণ প্রাত।
আমরা তরুণ, ঝরিয়েছি খুন,
ঘুচিয়েছি সংঘাত;
আমরা মুছেছি সত্যের প্রতি
মিথ্যার অপবাদ।
আমরা ভুলেছি সব অভিমান,
করিনি বাদানুবাদ;
দুশমনদের করেছি ক্ষমা,
বন্দীদের আজাদ।
No comments:
Post a Comment